সপ্তাহে ৪ দিনের বেশি কাজ নয়, বলছে গবেষণা

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৭, ১২:০১

অনলাইন ডেস্ক

অফিসে বেশিক্ষণ থাকলেই বেশি কাজ হয় - এই ভুল ধারণা এবার ঝেড়ে ফেলার সময় হয়েছে। গবেষকরা জানিয়েছেন, সপ্তাহে চার দিনের বেশি কাজ করলে প্রোডাক্টিভিটি কমে যায়। এমনকি অতিরিক্ত সময় কাজ করানোর চেষ্টা হলে তাতে কোম্পানির উপকার তো হয়ই না, উল্টো কর্মীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা তার কাজেও নেতিবাচক প্রভাব ফেলে। বাড়তে পারে ভুলের হার। এতে অহেতুক সময়ই অপচয় হয়।

সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই খুঁজে পেয়েছেন গবেষকরা।

গবেষকদলের অন্যতম কে অ্যান্ডার্স এরিকসন জানান, নির্দিষ্ট সময়ের পরেও কাউকে দিয়ে অতিরিক্ত কাজ করালে তাতে কোম্পানির টার্ন ওভার কমবে বই বাড়বে না। অতিরিক্ত সময় কাজ করেন যে সব কর্মচারীরা, তারা বেশ কিছু বদঅভ্যাসের শিকার হন। যে সব কোম্পানির ম্যানেজাররা তাদের ওয়ার্ক উইক কমিয়ে চার দিনে নামিয়ে এনেছেন, তারা উল্লেখযোগ্য টার্ন ওভার পেয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারায় খুশি কর্মীরা প্রয়োজনে অতিরিক্ত কাজ করতে অসন্তুষ্ট হন না। ফলে কাজের মান আগের চেয়ে অনেক ভালো হয় বলে জানান তিনি। 

সূত্র: এই সময়