দাগহীন কোমল ত্বক

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ১৮:০৮

অনলাইন ডেস্ক

ত্বকের বিবর্ণ ভাব দূর করতে নারকেলের দুধের জুড়ি নেই। ত্বকের যত্নে ঘরেই তৈরি করে ফেলতে পারেন নারকেলের দুধের চমৎকার একটি ফেসপ্যাক। কলার সঙ্গে নারকেল দুধ মিশিয়ে তৈরি এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।  প্যাক তৈরির পদ্ধতি: 

পাকা কলা চটকে একটি পাত্রে ২ টেবিল চামচ কলা নিন।
৩ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে ভালো করে নাড়ুন।
পরিষ্কার ত্বকে লাগান ফেসপ্যাকটি।
১৫ মিনিট অপেক্ষা করুন। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে আধা ঘণ্টা অপেক্ষা করুন।
ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।   
নারকেল দুধ ও কলার ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?

উপকিারিতা: 

প্রাকৃতিকভাবে ত্বকের রুক্ষতা দূর করে নারকেলের দুধ।
ত্বক নরম ও কোমল করে এটি।
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে এই ফেসপ্যাক।
নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল।
কলা ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
কলাতে রয়েছে এনজাইম ও মিনারেল যা ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বকে নিয়ে আসে জৌলুস।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট