২ মিনিটে জানুন ৫ তথ্য

প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ১১:০০

১। বাংলাদেশের সুন্দরবনে প্রাপ্ত শঙ্খচূড় পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ।

২। একটি দশ বছর বয়সী মেয়ের শরীরে একই বয়সের একটি ছেলের তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র ৫% বেশি, কিন্তু বয়ঃসন্ধির শেষে এসে এই পার্থক্য হয় ৫০%-এর কাছাকাছি।

২। জোসে মরিনহো ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের ম্যানেজার থাকাকালে ক্লাবটি পরপর ৬৪টি নিজ মাঠের খেলায় অপরাজিত থাকার নতুন ইংরেজ রেকর্ড গড়েছিল।

৩। পারিবারিক পেশা কবিরাজী হওয়া সত্ত্বেও কবিয়াল রমেশ শীল ১৮৯৯ সালে কবিগান পরিবেশনায় প্রতিদ্বন্দী তিনজন কবিয়ালকে পরাজিত করে মোট তেরো টাকা সম্মানী লাভ করেন, যা পেশা হিসাবে পরবর্তীকালে কবিগানকে বেছে নিতে তাঁকে অনুপ্রাণিত করে।

৪। কিংবদন্তি চরিত্র সান্টা ক্লজের বর্তমান রূপটি জনপ্রিয়তা লাভ করেছে মূলত ঊনবিংশ শতাব্দীতে!

৫। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসী চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী ছবি 'লাদ্রি দি বিচিক্লেত্তে' দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন।

তথ্যসূত্র: উইকিপিডিয়া
সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত