গরমে ত্বকে ব্যবহার করুন কুলিং ফেসপ্যাক

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ২২:৫৮

গরমে-রোদে পুড়ে ছাপ বসে যেতে পারে ত্বকে। আর এই পোড়া ছাপ ত্বকে বসে গেলে তুলতে বেশ বেগ পেতে হয়। তাই ভেতর থেকে ত্বক ঠাণ্ডা রাখা প্রয়োজন। ত্বকের ভেতর যেন দাগ-ছোপ না পড়ে বা ত্বক ঠাণ্ডা রাখতে প্রতিদিন ব্যবহার করুন কুলিং ফেসপ্যাক।

কুলিং ফেসপ্যাক কিভাবে ব্যবহার করবেন জেনে নিন:
ত্বকের বাড়তি তেল-ময়লা দূর করতে ২ চা চামচ অ্যালোভেরা জেল ও ২ চা চামচ লেবুর রস ত্বকের মিশিয়ে নিন৷ এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট৷ এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন৷

ত্বক ঠাণ্ডা করতে দারুণ কাজ করে শশা৷ ১ টেবিল চামচ গ্রেট করা শশার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন৷ মুখে লাগিয়ে ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত