গুছিয়ে ফেলতে পারেন আলমারীটা, পোশাকের যত্ন গুরুত্বপূর্ণ

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৭:১৪

সাহস ডেস্ক

ফ্যাশন সকলেই করে, সেক্ষেত্রে জামা-কাপড় বা পোশাক অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু জামা-কাপড়ের যত্নে আলমারী একটি গুরুত্বপূর্ণ বস্তু। আপনার পছন্দের জামা-কাপড়টী গুছিয়ে রাখতে হবে আলমারীতে। যেহেতু এখন লকডাউনের পাচ্ছেন বেশ কিছু অবসর সময় তাই চটকরেই গুছিয়ে ফেলুন আলমারীটা। আপনার এই কাজকে সহজ করার জন্য মেনে চলতে পারেন আমাদের এই টিপসগুলো।

আলমারীতে রাখা সব জামা-কাপড় কি পরিষ্কার?
অনেক সময়ে জামাকাপড় এক আধবার পরে আমরা আলমারিতে তুলে রাখি। অভ্যেসটা অবশ্যই খারাপ। যার ফলে ঘাম আর ময়লা অন্য পোশাকের স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়াবে। প্রতিটি পোশাক যেন ধোয়া ও ইস্ত্রি করা হয়, তা খেয়াল করে দেখবেন। কাছাকাছি রঙের পোশাক একসঙ্গে ভিজিয়ে ধুয়ে ফেলুন। ডিটারজেন্টের মানের ব্যাপারে কোনও সমঝোতা করবেন না। তাতে কাপড়ের স্বাস্থ্যহানি হবে।

টি-শার্ট, টপ, জিন্স রাখতে হবে ভাঁজ করে
যত টি-শার্ট, টপ বা ব্লাউজ আছে আপনার, সব ভাঁজ করুণ সুন্দর করে, ভাঁজের উপর দিয়ে ইস্ত্রি চালিয়ে নিলে ভালো করবেন। জিন্স ঝুলিয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু তাতে জায়গা লাগে বেশি। তাই ভাঁজ করে রাখলেও চলবে।

নিটেড টপ আর সোয়েটার কখনও ঝুলিয়ে রাখবেন না
নিটেড টপ আর সোয়েটারও ঝুলিয়ে না রেখে ভাঁজ করেই রাখা উচিত। তা না হলে সেগুলির আকার খারাপ হয় যেতে পারে।

কিছু জীবাণুনাশক অবশ্যই রাখুন আলমারিতে, গরমকালে কিন্তু পোকামাকড়ের আক্রমণও বাড়ে।

সাহস২৪.কম/সজল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত