এবার কন্ডোমেও মিলবে ভাইব্রেটারের ‘সুখ’!
প্রকাশ : ১২ মে ২০১৮, ১৭:৫৫
দৈনিক অন্তত একবার করে অর্গাজম না হলে কি আপনার ভালো লাগে না? তাহলে আপনার জন্য সুখের ঠিকানা নিয়ে এল মিশিগানের এক নিরোধ প্রস্তুতকারক সংস্থা। ixullc LLC ডেভলপার নামের এক সংস্থা বাজারে ‘হার্ট শেপড’ এক নিরোধ এনেছে।
সংস্থার দাবি, এই কন্ডোমের মাথায় লাগানো রয়েছে এক ছোট্ট ভাইব্রেটার। নারী-পুরুষ ঘনিষ্ঠতার সময় এই ভাইব্রেটার আপনার সঙ্গিনীকে দেবে চরম সুখের অনুভূতি। এক একটি কন্ডোম আট ঘণ্টা পর্যন্ত কাজ করে যাবে। খবর দ্য ইন্ডপেনডেন্টের
৫০ জন দম্পতির উপর এক সমীক্ষা চালিয়ে সংস্থাটির দাবি, এই নিরোধ ব্যবহার করে ৮৪ শতাংশ দম্পতিই সুখকর অনুভূতি পেয়েছেন। সংস্থার কর্ণধার ব্রেইন অস্টারবার্গ জানিয়েছেন, প্রযুক্তিকে ব্যবহার করেও যে যৌনসুখ অনুভব করা যায়, তার হদিশ দিলাম আমরা।