‘দেশ স্বার্থ‌বিরোধী কোনো চুক্তি মেনে নেবে না’

প্রকাশ | ১৩ মার্চ ২০১৭, ১৬:২৬

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে তিস্তার পা‌নিচু‌ক্তি ছাড়া দেশের স্বার্থ‌বিরোধী কোনো চুক্তি হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির মহাসচিব ‌মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ মার্চ ‌(সোমবার) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল আরও বলেন, বিএনপি দেশের জন্য সব করেছে কিন্তু কখনো দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাধীনতা দিবসে দলের কর্মসূচি ঘোষণা করে বলেন, স্বাধীনতা দিবসে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।