মাগুরায় শতবর্ষের প্রচীন রথযাত্রা উৎসব আজ

প্রকাশ | ২৫ জুন ২০১৭, ১১:৪৪

অনলাইন ডেস্ক

আজ রবিবার (২৫ জুন) হিন্দু সমপ্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মাগুরার সাতদোহা ল্যাংটা বাবাজীর আশ্রমসহ জেলার বিভিন্ন আশ্রম ও মঠে অনুষ্ঠিত হবে। বসবে গ্রামীণ মেলা। মেলায় নানা ধরনের পণ্য বিক্রি হবে। সমাগম ঘটবে হাজার হাজার মানুষের। 

মাগুরা শহরের সাতদোহা আশ্রমে রয়েছে শতবছরের প্রাচীন রথ। সুন্দর কারুকার্যময় রথটিতে কাঠ দিয়ে তৈরি মূর্তি স্থাপনের মাধ্যমে রথযাত্রা শুরু হয়। প্রতি বছর রথের দিনে এই রথে বসেন জগন্নাথ দেব। হাজার হাজার মানুষ রথের দড়ি ধরে টানেন। বসে মেলা। মেলায় নানা ধরনের পণ্য ওঠে বিক্রির জন্য। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মেলায় অংশ নেন। 

এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন। প্রায় একশত বছর ধরে এখানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।