কমলনগরে হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ১৮:১৯

সাহস ডেস্ক

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই স্লোগানে, লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনানগর শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী। প্রধান অথিতি ছিলেন হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ জেলা সভাপতি এড.বাবু রতন লাল ভৌমিক। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথ।

কমলনগর উপজেলার কমিটির সভাপতি এড. মিলন মন্ডল সভাপতিত্বে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সাংবাদিক ভাস্কর মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি ছিলেন হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, পাটোয়ারীর হাট ইউপি চেয়ারম্যান এড. এ.কে.এম.নুরুল আমিন রাজুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের বক্তারা সমঅধিকার, সমমর্যাদা, অস্তিত্বের সংকট থেকে মুক্তি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনের দ্রুত বাস্তবায়ন, সংখ্যালঘু স্বার্থ বান্ধব আইন প্রণয়ন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, জনসংখ্যার ২০% হারে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করার দাবি জানান।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত