প্রশান্ত মহাসাগরে পড়েছে তিয়ানগং-১

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৮, ১৬:০৩ | আপডেট: ০২ এপ্রিল ২০১৮, ১৬:০৭

অনলাইন ডেস্ক

কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাবতীয় নিয়ন্ত্রণ হারিয়ে চীনের তিয়ানগং-১ নামের স্পেস ল্যাবটির একটি অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এসে পড়েছে।

সোমবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে স্পেস ল্যাবটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে বলে চীনের মহাকাশ কার্যালয়ের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ ব্যাপারে চীনা এবং ইউরোপীয় মহাকাশ বিজ্ঞানীরা আগে থেকেই ধারণা করছিলেন, সোমবার নাগাদ মহাকাশ কেন্দ্রটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবেনা বলে আশ্বাস দেন চীনের মহাকাশ প্রকৌশল দফতর।

উল্লেখ্য, চীনের লক্ষ্য হচ্ছে ২০২২ সাল নাগাদ তারা মানুষের বসবাসের উপযোগী একটি মহাকাশ কেন্দ্র মহাশূন্যে পাঠাতে চায়। তিয়ানগং-১ ছিলো তারই পূর্ব প্রস্তুতি। এর আগে ২০১১ সালে মহাকাশ কেন্দ্রটি কক্ষপথে প্রবেশ করতে সমর্থ হয়। পরে ২০১৬ সালে মার্চে তিয়ানগং ১ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।