পরবর্তী আইফোনের প্রসেসর বানাচ্ছে অ্যাপল

প্রকাশ | ২৩ মে ২০১৮, ১৭:৩১

অনলাইন ডেস্ক

নতুন আইফোনের জন্য প্রসেসর বানানোর কাজ শুরু করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল।

নতুন এই চিপের উৎপাদন কাজ শুরু করেছে অ্যাপলের অংশীদার প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। নতুন এই চিপটির নাম হতে পারে এ১২।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, নতুন চিপের বর্তমান অ্যাপল ডিভাইসের ১০ ন্যানোমিটার চিপের চেয়ে দ্রুত গতির এবং আরও বেশি কার্যকর হবে।

সিনেটের প্রতিবেদনে বলা হয়, নতুন চিপটি অ্যাপল ডিভাইসে অ্যাপ আরও দ্রুত চালাতে সহায়তা করবে এবং ব্যাটারি খরচ কমাবে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে সার্বিকভাবে  বিক্রি কমলেও বৈশ্বিক স্মার্টফোন বাজারের দখল বেড়েছে অ্যাপলের। নতুন সাত ন্যানোমিটার চিপ দিয়েও একই ধারা বজায় রাখতে চায় অ্যাপল।

কিন্তু সাত ন্যানোমিটার প্রসেসর ব্যবহারে অ্যাপলই একমাত্র প্রতিষ্ঠান নয়। মঙ্গলবার স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয় শীঘ্রই তারা চরম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফির মাধ্যমে সাত  ন্যানোমিটার চিপ তৈরির কাজ শুরু করবে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর