আপওয়ার্ক দক্ষতা সূচক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯

সাহস ডেস্ক

আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে। যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সিং কাজের বড় বাজার এটি। এই মূহূর্তে আপওয়ার্কে ৪ লক্ষের উপর কাজ রয়েছে। 

১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ সাইট কর্তৃপক্ষ এখনকার সবচেয়ে জরুরি দক্ষতাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।

আপওয়ার্কের দক্ষতা সূচক বা আপওয়ার্ক স্কিল ইনডেক্স নামের ওই সূচকে এখনকার শ্রমবাজার, প্রযুক্তি খাতের বর্তমান চিত্র, নতুন এবং উঠতি দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আপওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, কর্মী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো মনে করছে তাদের ব্যবসা খাতে এখনো দক্ষ কর্মীর অভাব রয়েছে। নতুন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে আগামী এক দশকেও উঠতি দক্ষতাগুলোর চাহিদা থাকবে।

আপওয়ার্কের প্রধান নির্বাহী স্টিফেন ক্যাসরিয়েল বলেন, প্রযুক্তিগত পরিবর্তন বাড়ছে। ফ্রিল্যান্সারদের ব্যবসা খাতে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলো অর্জন করতে হবে, তা না হলে দ্রুত তাদের কর্মীবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে যুগোপযোগী করার ক্ষেত্রে পিছিয়ে পড়বেন।

আপওয়ার্কের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপ্রচলিত অনেক শিক্ষার অপশন এখন বেড়ে যাচ্ছে। প্রচলিত শিক্ষার বাইরে নতুন দক্ষতা অর্জন করতে নতুন নতুন বিষয় শিখছেন ফ্রিল্যান্সাররা। ৯৩ শতাংশ ফ্রিল্যান্সারের মত হচ্ছে, তাঁদের চার বছরের বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রির চেয়ে তাঁদের দক্ষতাবিষয়ক কোনো প্রতিষ্ঠান বেশি দরকারি।

এখনকার সময়ে দিনের মধ্যে পাঁচ ঘণ্টা মানুষ স্মার্টফোনে কাটাচ্ছে। প্রতিবছর ব্যবসায়ীরা মোবাইলে দ্বিগুণ জোর দিচ্ছেন। তাই অ্যাপ স্টোর অপটিমাইজেশন ও অ্যাপ ইউজাবিলিটির মতো দক্ষতার চাহিদা বাড়ছে। 

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত