পাবজি, ফ্রি ফায়ার বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৮:২৮

সাহস ডেস্ক

পাবজি, ফ্রি ফায়ার সহ দেশের বিভিন্ন প্লাটফর্মে থাকা এই ধরনের গেইম গুলো বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেয়া হয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. হুমায়ন কবির।

গত ২৪ জুন মানবাধিকার সংগঠন ল'অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, লাইকি ইত্যাদি গেইম ও অ্যাপ গুলোর ক্ষতিকর দিক গুলো তুলে ধরে রিট করা হয়। রিট করেছিলেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার।

রিটের বিবাদীরা হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টরা।

সাহস২৪.কম/জেএস/এসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত