প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকো

প্রকাশ | ১২ মার্চ ২০১৭, ১৮:২৩

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৭-১৮ মৌসুমের প্রথম এল ক্লাসিকো। যেখানে মুখোমুখি হবে স্পেনের দুই ফুটবল পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

এখন পর্যন্ত মোট ২৩২টি এল ক্লাসিকোর মাত্র একটি ম্যাচই হয়েছে স্পেনের বাইরে। ১৯৮২ সালে ভেনেজুয়েলায় সেই ম্যাচে ভিসেন্তে ডেল বস্কের একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

এবার ৩৪ বছর পর চলতি বছরের ২৯ জুলাই যুক্তরাষ্ট্রে শুরু হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ। প্রাক মৌসুমের প্রস্তুতির এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই মায়ামি ডলফিন্সের মাঠ হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।