রানআউটের ফাঁদে থারাঙ্গা

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ১৬:৫৯

অনলাইন ডেস্ক

থারাঙ্গা-মেন্ডিস জুটিতে ভালই খেলছিল শ্রীলঙ্কা। এরই মধ্যে দলীয় সংগ্রহ একশ’ ছাড়িয়েছে। এর মধ্যেই নো বলে রানআউট হয় উপুল থারাঙ্গা (৬৫)।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৫ ওভার শেষে দুই উইকেটে ১৪০। মেন্ডিস ৫২ রানে ব্যাট করছেন।

ডাম্বুলায় দ্বিতীয় ওডিআইতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছেন মাশরাফি-সাকিবরা। ডাম্বুলায় দ্বিতীয় ওডিআইতে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা। তৃতীয় ওভারের মাথায় প্রথম উইকেট এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা (৯)।

ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে একাদশে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা দল। বাদ পড়েছেন সাচিথ পাথিরানা, লক্ষণ সান্দাকান ও লাহিরু কুমারা। পেস শক্তি বাড়াতে দলে ফিরেছেন অভিজ্ঞ নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কথা থাকলেও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তার জায়গায় ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। বাংলাদেশ একাদশ অপরিবর্তিত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: দানুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসিলা গুনারাত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ।