‘রিয়াল নয়, বার্সেলোনাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ’

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৭, ১৪:৪৫

অনলাইন ডেস্ক

জুভেন্টাস গোলরক্ষক জানলুইজি বুফন জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে রিয়াল নয়, বার্সেলোনাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

১১ এপ্রিল (মঙ্গলবার) নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় পৌনে একটায় বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচের আগে স্পেনের দলটিকে সমীহ করার কথা জানান বুফন।

২০১৫ সালের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল জুভেন্টাসের। সেই ম্যাচে তিন গোল হজম করা বুফন জানালেন, বার্লিনের ফাইনালটা পরে আর কখনই দেখেননি তিনি।

লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারে সাজানো বার্সেলোনার আক্রমণভাগের প্রশংসা করতেও ভোলেননি ইতালিয়ান এই গোলরক্ষক।

‘আমি জানি না, কতগুলো দল বার্সেলোনার মতো তিন জন নিখুঁত স্ট্রাইকার নিয়ে খেলে। বার্সেলোনার অন্য খেলোয়াড়দের অসম্মান করছি না, কিন্তু যখন আক্রমণভাগে নেইমার, মেসি ও সুয়ারেসের মতো খেলোয়াড় থাকবে, তখন তাদের আক্রমণভাগে দৃষ্টি না দেওয়াটা কঠিন।’