এখনই হাল ছাড়ছেন না জিদান

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৭, ১৫:২০

অনলাইন ডেস্ক

হতাশার কবল থেকে নিজেদের মুক্ত করতে পারছে না রিয়াল মাদ্রিদ। লা লিগায় জিরোনার কাছে হারের পর থেকেই রব উঠেছিল। এবার চ্যাম্পিয়নস লিগে এসেও একই দশা। হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-১ গোলে হেরে। আপাতদৃষ্টিতে অবস্থা সঙ্কটপূর্ণ মনে হলেও রিয়াল কোচ দেখছেন ভিন্নভাবে। এখনই মনোবল হারাতে চান না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান, ‘আমরা সঙ্কটে নেই। আমরা এখনও মনে করছি না যে হেরে গেছি। তবে কিছুটা মনোযোগের ঘাটতি রয়েছে। যেটা সাধারণত আমরা গোলমুখের কাছে দিয়ে থাকি।’

ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল রিয়াল। ৩ মিনিটে মার্সেলোর ক্রস ডানপ্রান্ত থেকে ক্রিস্তিয়ানো রোনালদো এগিয়ে দেন ইসকোকে। ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট গোলপোস্টের মাঝখানে দাঁড়ানো হুগো লরিস সহজে আটকে দেন। এরপর ২৩ মিনিটে আসে দ্বিতীয় সুযোগ। স্বাগতিকদের ডি-বক্সে ঢুকে গোলমুখে শট নিতে গিয়েও ভারটনঘেনের কারণে পারেননি রোনালদো। এই সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেন রিয়াল কোচ জিদান, ‘যখন আপনি দুটি সুযোগই পাবেন, তাতে উচিত গোল করা। অথচ আমরা সেগুলো কিছুই করতে পারিনি।’

হতাশা থাকলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জিদান। তার মতে, ‘আমি নিশ্চিত যে ছেলেরা ঘুরে দাঁড়াবে। হেরে গেছি কিন্তু মৌসুমটা অনেক লম্বা। প্রতিপক্ষকে আমরা ধন্যবাদই জানাই। তবে আমরা সবাই হতাশ হয়েছি।’

সাহস২৪.কম/ আল মনসুর