অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্টেই আধিপত্য

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৫

অনলাইন ডেস্ক

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দু’দলই আধিপত্য বিস্তার করেছে। 

দিন শেষে চার উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে ইংল্যান্ড। ইংলিশদের ব্যাটিংয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ডেভিড মালান ও মঈন আলী। 

মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি হানা দেয়। ফলে খেলা হয় ৮৩.৩ ওভার।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গ্যাবায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তবে দলীয় দুই রানে মিচেল স্টার্কের বলে বিদায় নেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। 

কুকের বিদায়ের পর অবশ্য হাল ধরেন আরেক ওপেনার মার্ক স্টোনম্যান ও জেমস ভিন্স। ১২৫ রানের জুটিতে দু’জনই তুলে নেন  হাফসেঞ্চুরি। স্টোনম্যান ৫৩ রানে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। তবে ৮৩ রানে রান আউট হওয়া ভিন্স ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি  বঞ্চিত হন।

দলীয় ১৬৩ রানে কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন রুট। তবে দিনের বাকিটা সময় দেখেশুনে খেলে মাঠ ছাড়েন মালান ও  মঈন। মালান ২৮ ও মঈন ১৩ রানে অপরাজিত থাকেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর