প্রথম টি-টেনে হ্যাটট্রিক আফ্রিদির

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৪১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৪

অনলাইন ডেস্ক

২০১৭ প্রথম টি-টেনে ইতিহাস গড়েছেন শহীদ আফ্রিদি। টি-টেন ক্রিকেট যুগের প্রথম হ্যাটট্রিক করেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) লোকাল সময় রাত ১০টায় শাহজাদ ক্রিকেট স্টেডিয়ামে মারাঠা এরাবিয়ান্স এর বিপক্ষে ২৫ রানে জয় তুলে নেয় আফ্রিদির পাখতুনস।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মারাঠা এরাবিয়ান্সকে রানবন্যায় ডুবিয়েছে পাখতুনস। নির্ধারিত ওভারে তুলেছে ১২১ রান। পরে বোলিংয়ে মারাঠাকে মাথা তুলে দাঁড়াতেই দেননি আফ্রিদি।

ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলে ফেরান প্রোটিয়া ব্যাটসম্যান রিলি রুশোকে। পরের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ডোয়াইন ব্রাভোকে। তৃতীয় বলে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগকে একইভাবে আউট করে টি-টেনের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পান পাকিস্তানি অলরাউন্ডার।

তাতে নির্ধারিত লক্ষ্য থেকে ২৫ রান দূরে থাকতেই ৭ উইকেট হারিয়ে ৯৬ রানে আটকে যায় মারাঠার ইনিংস।

সাহস২৪.কম/খান/আল মনসুর