বিশ্বকাপে দ্বিতীয় দেশ হিসেবে স্কোয়াড ঘোষণা করলো পোল্যান্ড

প্রকাশ : ১৩ মে ২০১৮, ১৭:০৮

সাহস ডেস্ক

আগামী জুনে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে বিশ্বের পরাশক্তি দেশ রাশিয়া। অনেক আগে থেকেই বিশ্বকাপের আয়োজন শুরু করে দিয়েছে দেশটি। ক্লাব পর্যায়ের খেলা শেষ করে ফুটবলাররা প্রস্তুত হচ্ছেন দেশের হয়ে খেলার জন্য।

এবারের বিশ্বকাপে স্বাগতিক রাশিয়া তাঁদের স্কোয়াড ঘোষণা করেছে সবার আগে। এবার পোল্যান্ডও দল ঘোষণা করেছে। দ্বিতীয় দেশ হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে দলের কোচ অ্যাডাম নাওয়ালকা। প্রাথমিকভাবে দলে যোগ হয়েছেন ৩৫ জন সদস্য, যাদের মধ্যে চারজনেরই আন্তর্জাতিকভাবে অভিষেক হবে এই বিশ্বকাপের মাধ্যমে।

পোল্যান্ডের প্রাথমিক দল : বার্তোজ বিয়ালকোস্কি, লুকাজ ফ্যাবিয়ানস্কি, লুকাজ স্কোরুপস্কি, ওজসিয়াখ এসচিজনি (গোলরক্ষক)। জ্যান বেন্ডনারেক, বার্তোজ বেরেসজিনস্কি, থিয়াগো সিওনেক, কামিল গ্লিক, আর্তার জেদরেজেজিক, মার্সিন কামিনস্কি, টমাস কেদজিওরা, মাইকেল পাদজান, লুকাজ পিসজজেক (ডিফেন্ডার)। জ্যাকব ব্লাসজিকোস্কি, পাওয়েল দাউইদোইকজ, প্রিমাইসলস ফ্রাঙ্কোসস্কি, জ্যাক গোরালস্কি , কামিল গ্রোসিকি, ড্যামিয়ান কাদজিওর, গ্রেগোরিজ ক্রিচোইয়াক, রাফাল কুরজাওয়া, ক্যারোল লিনেত্তি, মাসিয়েজ মাকুসজেওয়াস্কি, ক্রিজেস্টফ ম্যাকজিনস্কি , স্লাওমির পেসজকো,ম্যাকিয়েজ রাইবাস, সেবাস্তিয়ান জিমানস্কি , পিওতর জিয়েলিনস্কি, সাইমন জুরোকোস্কি  (মিডফিল্ডার)। দাউদ কুয়োনাকি, রবার্ট লেওয়ানডস্কি, আর্কাদিয়াজ মিলিক, ক্রিজেস্টফ পাইটেক, লুকাজ টিওডোরজকি, কামিল উইলজেক (ফরোয়ার্ড)।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত