৪৩ ও ১৪৪ এর পর ১৪৯ সাকিবদের

প্রকাশ | ১৪ জুলাই ২০১৮, ১৭:০০

অনলাইন ডেস্ক

অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ২১৯ রানের লজ্জায় পড়া বাংলাদেশ জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামে। কিন্তু সেই চ্যালেঞ্জ সাকিব-তামিমদের মুখে মুখে রয়ে গেল।

জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা অনুসরণ করলেন প্রথম টেস্টের মতোই আসা-যাওয়ার পথ। ইনিংস ও ২১৯ রানের হারের ম্যাচে বাংলাদেশের দুই ইনিংস ৪৩ ও ১৪৪। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৪ এর জবাবে সফরকারীদের প্রথম ইনিংস থামল ১৪৯ রানে।

বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পর দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হারিয়ে তুলেছে ১৯ রান। স্বাগতিকদের লিড ২২৪, হাতে ৯ উইকেট। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব আল হাসান।

আগের দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে (৮) বোল্ড করে দেখিয়েছেন সাজঘরের পথ।

স্যাবাইনা পার্কে সুন্দর এক সকাল উপহার দিয়েছিলেন বোলাররা। ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে প্রথম দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ থেমে গিয়েছিল আর ৫৯ রান যোগ করেই। দেশের বাইরে মেহেদী হাসান মিরাজের প্রথমবার ৫ উইকেট শিকারে স্বাগতিকদের দ্রুত অলআউট করতে পারায় স্বস্তি মিলছিল। কিন্তু আবারও দৈন্য ব্যাটিংয়ে সেটি মিলিয়ে গেছে লাঞ্চ বিরতির পরই।

২০ রানে প্রথমটি, দুটি ডট বলের পর দ্বিতীয়টি। ৭৯ রানে তৃতীয়টি, দুটি ডট বলের পর চতুর্থটি। ১১৭ রানে পঞ্চম ও পরের বলেই ষষ্ঠ উইকেট।

বাংলাদেশ দেড়শর কাছে যেতে পেরেছে তামিম ইকবালের ব্যাটে চড়ে। শুরুতে রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যাওয়া এ বাঁহাতি ওপেনার করেন ৪৭ রান। কেমো পলের বলে বোল্ড হলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় রান তখন ১১৭। বাংলাদেশের শেষ ৬ উইকেট পড়েছে ৩২ রানে।

সর্বোচ্চ জুটি গড়েছেন তামিম-সাকিব মিলে। শুরুর ২০ রানের মধ্যে লিটন ও মুমিনুলকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধারের চেষ্টায় তৃতীয় উইকেট জুটিতে আসে ৫৯ রান। অধিনায়ক সাকিব ৩২ করে হোল্ডারের অফস্টাম্পের উপর করা বল অদ্ভূতভাবে কাট করতে গিয়ে বোল্ড হন। ভাঙে প্রতিরোধ গড়া জুটিটি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ভুগিয়েছিলেন কেমার রোচ, দ্বিতীয় ইনিংসে গ্যাব্রিয়েল ৫ উইকেট করে নিয়ে। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রোচ। শুরুর দুই উইকেট নিয়ে শুরুটা এদিন করেন গ্যাব্রিয়েল। তবে আসল কাজটা করেছেন অধিনায়ক জেসন হোল্ডার। এ ডানহাতি পেসার নিয়েছেন ৫ উইকেট।

সুন্দর সকালে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ২৪ রান যোগ হতেই টাইগার বোলাররা তুলে নেন ৫ উইকেট। ৩১৯ রানে ৯ উইকেট হারানো ক্যারিবীয়রা সাড়ে তিনশ পেরোয় অধিনায়ক জেসন হোল্ডারের মারমুখী ব্যাটিংয়ে।

এই ডানহাতি ৩৩ রানে অপরাজিত থাকলেও শেষ ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েল বোল্ড হলে থামে তাদের ইনিংস। আবু জায়েদ রাহির তৃতীয় শিকার হওয়ার আগে এ ডানহাতি করেন যান ১২ রান।

প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ক্রেইগ ব্র্যাথওয়েট। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে আউট হন ১১০ রান করে। তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে মিরাজের তৃতীয় শিকার হন এ ডানহাতি ওপেনার। ২৭৯ বলের ইনিংসটি সাজানো ৯টি বাউন্ডারির সাহায্যে।

সাহস২৪.কম/খান/আল মনসুর