‘লাতিন শক্তি’র ঘর হয়ে উঠেছে বার্সা

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ১৬:৫৩

অনলাইন ডেস্ক

দলবদলের ব্যস্ত মৌসুমে এখনো পর্যন্ত চমক দেখিয়েছে বার্সেলোনা। আর্থার, ম্যালকমের পর তারা দলে ভিড়িয়েছে আর্তুরো ভিদালকেও। তবে চোখে পড়ার মতো ব্যাপার হল, ২০১৮-১৯ মৌসুম শুরুর আগে ‘লাতিন শক্তি’র ঘর হয়ে উঠেছে বার্সা।

চিলির মিডফিল্ডার ভিদাল যোগ দেয়ার পর ক্যাম্প ন্যুতে এখন লাতিন প্রতিনিধির সংখ্যা আটজন। এর মধ্যে থেকে ইয়ারি মিনা দল ছাড়লেও সংখ্যাটা থাকবে সাতে।

চলতি দলবদলের সময়ই তিনজন সাউথ আমেরিকান ফুটবলারকে দলে নিয়েছে বার্সেলোনা।

প্রথমে ব্রাজিলের আর্থার। তার পথ ধরে কাতালান ক্লাবে নাম লেখান স্বদেশী ম্যালকম। আর সর্বশেষ বায়ার্ন মিউনিখ থেকে ভিদাল।

চলতি বছরের জানুয়ারিতেই লিভারপুল থেকে বার্সায় যোগ দেন ব্রাজিলের ফিলিপে কৌতিনহো। আগে থেকেই দলে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রাফিনহা। যদিও মাঝখানে ধারে ইন্টার মিলানে গিয়েছিলেন রাফিনহা।

সাহস২৪.কম/খান/আল মনসুর