হেরেই চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে চেলসি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে হেরে নতুন মৌসুম শুরু করেছে ইংলিশ ক্লাব চেলসি।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্ট্যাম্পফোর্ড ব্রিজে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে অল-ব্লুজ শিবির।

এদিন ম্যাচের ৮ মিনিটের মাথায় চেলসির শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার সাবেক বার্সা গোলরক্ষক জেসপার সিলিসেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোর লাইনে।

বিরিতির পর গোলের দেখা পায় ধীরে ধীরে গুছিয়ে নেওয়া ভ্যালেন্সিয়া। ৭৪ মিনিটে দানি পারেহোর নেওয়া বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক ছুটে গিয়ে বাম পায়ের স্পর্শে বল জালে পাঠান রদ্রিগো মোরেনো।

এরপর সমতায় ফেরার সুযোগ পায় চেলসি। ৮৫তম মিনিটে ফিকায়ো টোমোরির হেডে বল ড্যানিয়েল ভাসের হাতে লাগে। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পরে তা পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে বার্কলির নেওয়া বুলেট গতির শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।

এরপর বাকিটা সময়ে চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি চেলসি। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত