এক ঘন্টার দৌড়ে বিশ্বরেকর্ড গড়লেন ফারাহ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

সাহস ডেস্ক

ট্র্যাকে ফিরেই আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন চারবারের অলিম্পিকজয়ী মো ফারাহ। এক ঘণ্টার দৌড়ে ইথোপিয়ান দৌড়বিদ হাইলে গ্যাব্রেসিলাসির দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন ব্রিটিশ নাগরিক ৩৭ বছর বয়সী ফারাহ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রাসলসে ডায়মন্ড লিগে ফারাহ এক ঘণ্টায় ২১৩৩০ মিটার দৌড়ে ভেঙে দিয়েছেন গ্যাব্রেসিলাসির ১৩ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।

এর আগে রেকর্ডটি ছিল হাইলে গ্যাব্রেসিলাসির। ২০০৭ সালে ২১২৮৫ মিটার দৌড়েছিলেন এই ইথোপিয়ান দৌড়বিদ। আউটডোরে ব্রিটিশ নাগরিক ফারাহ’র এটি প্রথম বিশ্বরেকর্ড।

এক ঘণ্টার দৌড়ে রেকর্ড গড়ার পর তিনি বলেন, ‘বিশ্বরেকর্ড ভাঙা সহজ নয়, আমি বলতে পারি, এটা কতটুকু কঠিন। রেকর্ডটি দীর্ঘদিন ধরে অটুট ছিল। ট্র্যাকে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত