এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দুই সেমিফাইনাল মঙ্গলবার

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:১৪

সাহস ডেস্ক

আগামীকাল মঙ্গলবার মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দুই সেমিফাইনাল।

এদিন প্রথম সেমিফাইনালে কোরিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট দল ভারত।

রাউন্ড রবিন লীগ পর্বে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। অপরেদিকে পাকিস্তানের সমান ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে চতুর্থ দল হিসেবে শেষ চারে স্থান পায় জাপান।

সেমিফাইনালকে  সামনে রেখে ভারতীয় গোল রক্ষক সুরাজ কারেকার জানিয়েছেন, প্রতিযোগিতার সবগুলো ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বের। কোনো দলকেই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। আমরা এজন্য প্রস্তুত। ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।

পরিসংখ্যানে জানা যায়, জাপানের বিপক্ষে ভারত অবশ্যই ফেভারিট দল। ২০১৩ সালে সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছিল জাপানিরা। ২-১ গোলের ওই জয়ের পর ভারতের বিপক্ষে ১৮ ম্যাচের ১৭টি হেরেছে তারা। চলতি আসরের লীগ পর্বেও ভারত ৬-০ গোলে জয়লাভ করেছে।

এদিকে সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে কোরিয়ার বিপক্ষে এগিয়ে রযেছে পাকিস্তান। ২০১৩ সালে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল কোরিয়া। পরবর্তী ৭ ম্যাচের ৫টিতে পাকিস্তান জয়লাভ করেছে। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। ঢাকায় চলমান আসরের লীগ পর্বেও ৩-৩ গোলে ড্র করেছে দল দুটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত