লিটন দাসের সেঞ্চুরি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

সাহস ডেস্ক

৪১তম ওভারে রশিদ খানের ঝুলিয়ে দেওয়া বল দারুণভাবে ডিপ এক্সটা কাভার দিয়ে চার মেরে সেঞ্চুরি করেন লিটন দাস। এ নিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম এবং ওয়ানডে ফরম্যাটে পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এ সেঞ্চুরি করেন লিটন দাস।

মাত্র ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে ৯৫ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেন ডানহাতি এ ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি করতে ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিটন। ইনিংসের ৩৮তম ওভারে ৮৭ রানে ব্যাট করার সময় মুজিব উর রহমানের বলে এক্সটা কাভার অঞ্চলে সহজ ক্যাচ তুলে দেন লিটন, কিন্তু ক্যাচটি ছেড়ে দেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

আফগানিস্তানের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। এই ফরম্যাটে আগের ৪টি সেঞ্চুরির ৩টি জিম্বাবুয়ের বিপক্ষে। একটি করেছেন ভারতের বিপক্ষে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ৮৬ রান এবং বোলারদের নৈপুন্যে আফগানিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত