সেমিতে উঠে ইংলিশ দলগুলোকে রিয়াল কোচের খোঁচা

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ১৭:৪৫

সাহস ডেস্ক
রিয়াল কোচ কার্লো আনচেলত্তির পাশে চেলসি কোচ টমাস টুখেল। ছবি: সংগৃহীত

শেষ আটের দ্বিতীয় লেগের রুদ্ধশ্বাস ম্যাচে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে হেরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপার দৌড়ে আরেক ধাপ এগোনোর পর ইংলিশ দলগুলোকে একটু খোঁচা মারলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লস ব্লাঙ্কোসদের কোচ আনচেলত্তি বলেন, ‘সেমিফাইনালে খেলাটা রিয়াল মাদ্রিদের জন্য অভ্যাসের মতো। তবে এবার আমরা গর্বিতও বটে। কারণ সবাই বলছিল যে ইংলিশ ফুটবল নাকি স্প্যানিশ ফুটবলের চেয়ে এগিয়ে!’

মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রিয়াল। কিন্তু দুই লেগ মিলিয়ে গত আসরের শিরোপাজয়ী ব্লুজদের ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাবটি। প্রথম লেগে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলে চেলসিকে হারিয়েছিল রিয়াল।

কোচ আনচেলত্তি বলেন, ‘এখন পর্যন্ত স্পেনের দুটি ক্লাব সেমিতে পৌঁছেছে (ভিয়ারিয়াল ছিটকে দিয়েছে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে)। সমালোচকদের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ হিসেবে বলছি না, আমি আসলেই ভিয়ারিয়াল ও তাদের কোচ উনাই এমেরির জন্য খুশি। একটি অসাধারণ দল, একজন অসাধারণ কোচ। বুধবার স্পেনের আরও একটি দল সেমিতে উঠতে পারে, তারা হলো অ্যাতলেতিকো মাদ্রিদ।’

দ্বিতীয় লেগে ম্যাচের ৭৫ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী চেলসি। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৩ থাকায় সেমিফাইনালের সুবাস পাচ্ছিল চেলসি। কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করেন বদলি হিসেবে নামা রদ্রিগো। তাতে পুরোপুরি পাল্টে যায় সমীকরণ। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতায় ফেরে রিয়াল। নির্ধারিত সময়ে স্কোরলাইন ৩-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে স্বাগতিকদের আবারও ত্রাতা হয়ে আসেন করিম বেনজেমা। ম্যাচের ৯৬তম মিনিটে তার অসাধারণ হেডই গড়ে দেয় ব্যবধান।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতেও রিয়াল ভেঙে পড়েনি বলেই প্রত্যাবর্তনের স্মরণীয় গল্প লিখতে পেরেছে জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এই ক্লাব কখনও হাল ছেড়ে দেয় না। সেকারণে আমরা পুরস্কৃত হয়েছি এবং সেমিফাইনালে জায়গা করে নিয়েছি।’

আনচেলত্তি মনে করেন, লুকা মদ্রিচের চোখ ধাঁধানো রক্ষণচেরা পাসে রদ্রিগোর সফল ভলি চেলসিকে হতবুদ্ধি করে দিয়েছিল। তিনি আরো বলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুর পরিবেশ আমাদের অনেক সাহায্য করেছে। আমার মতে, আমাদের প্রথম গোলটি ওদেরকে নাড়িয়ে দিয়েছিল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত