আমার রোবট হতে হবে: মুমিনুল

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৭:০৬

সাহস ডেস্ক

মাঠের আম্পেয়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে রিভিউ নিয়ে প্রায়ই গড়বড় করে ফেলে বাংলাদেশ দল। যার শেষটা দেখা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে সিরিজে একাধিকবার রিভিউ না নিয়ে পরে রিপ্লে দেখে হতাশায় পুড়তে হয়েছে টাইগারদের। আবার কখনো অস্বস্তির কারণ ছিল ভুল রিভিউ। ভুল রিভিউ নেওয়া, কিংবা যে রিভিউ নেওয়া দরকার ছিল সেটা না নেওয়া এই সমস্যা থেকে বের হতে হলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে রোবট হতে হবে বলে জানিয়েছেন তিনি।

সাধারণত মুমিনুল মিড অন বা মিডঅফে দাঁড়ান। এখানে দাঁড়িয়ে আসলে এলবিডব্লিউ হয়েছে কি না সেটা বোঝা খুবই মুশকিল। সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুমিনুল বলেন, ‘ফাজলামো করে যদি বলি- আমার রোবট হতে হবে, এছাড়া কোনো অপশন নেই।’

টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়। আমি হয়ত মিড অফে থাকি। কিপার আর বোলার ভালো ফিডব্যাক দিলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।’

তবে রিভিউর সফলতাও পেয়েছেন মুমিনুল। সেগুলোর দিকেও দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে অধিনায়ক আরও বলেন, ‘আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝেমাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিৎ। মাঝেমধ্যে হয়ত হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এজন্য আমার কিছু সাপোর্টও দরকার।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত