আইসিসি র‌্যাংকিংয়ে লিটন-মুশফিক-তামিমের উন্নতি

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৮:৩২

সাহস ডেস্ক

আইসিসি টেস্ট র‌্যাংকিয়ে উন্নতি হয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক ও তামিম। দারুণ ব্যাট করেছেন লিটন দাসও। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন লিটন-মুশফিক। তবে র‌্যাংকিংয়ে তাদের উন্নতি হয়েছে প্রথম ইনিংসের উপর ভিত্তি করে।

সদ্য ঘোষিত আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন দাস, ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে ১৭তম স্থানে অবস্থান করছেন তিনি। গত মার্চেই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন। তবে ঢাকা টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এ ব্যাটার। নিঃসন্দেহে আইসিসির পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য। চার ধাপ এগিয়ে ৬১৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ স্থানে আছেন মুশফিকুর রহিম এবং বড় এক লাফ দিয়েছেন তামিম ইকবাল। আট ধাপ এগিয়ে ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে আছেন তিনি। তবে লিটনের মতো ঢাকা টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকও। তাই পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় বড় দিতে পারেন তিনি।

বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন স্পিনার নাঈম হাসান। চট্টগ্রামে প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছিলেন তিনি। ৪০৯ র‌্যাটিং পয়েন্ট নিয়ে আছেন ৫৩তম স্থানে। এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি। ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়েছেন ইবাদত হোসেন। আগের মতোই ২২তম স্থানে আছেন তাইজুল ইসলাম।

এগিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজও। ১৯৯ রানের ইনিংসে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১তম স্থানে। কুশল মেন্ডিস চার ধাপ উপরে উঠে ৪৯তম এবং দিনেশ চান্দিমাল ছয় ধাপ উপরে উঠে ৫৩তম স্থানে আছেন। বোলারদের মধ্যে কাসুন রাজিথা চার উইকেট নেওয়ার ১৪ ধাপ এগিয়ে ৬১তম স্থানে চলে এসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত