শেষ টেস্টেও টস হেরেছে বাংলাদেশ, পেয়েছে ব্যাটিং

প্রকাশ : ২৪ জুন ২০২২, ১৯:৪১

সাহস ডেস্ক

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দ্বিতীয় ও শেষ টেস্টেও টসে হেরেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং পেয়েছে সাকিবের দল। শুক্রবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। আভাস অনুযায়ী বাংলাদেশ একাদশে এসেছে দুই বদল। মোস্তাফিজুর রহমানের বদলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। প্রায় ৮ বছর পর টেস্টে নামছেন এনামুল হক বিজয়। তাকে জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাজে ফর্মে থাকা সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হককে।

সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্ট ম্যাচের ফল পক্ষে আনতেই হবে বাংলাদেশকে। কাজটা মোটেই সহজ হবে না, তবে বাংলাদেশ দল তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন সাকিব। প্রথম টেস্টের মতো শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়া এড়াতে এবার প্রথম দিনের প্রথম সেশন নিয়ে বাড়তি মনোযোগী বাংলাদেশ। সাকিব বলছেন, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।’

উইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে মুখে পড়ে ৭ উইকেটে হারে বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাট হাতে শুধু অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটই কথা বলেছে। সেন্ট লুসিয়ায় আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, কারণ ড্যারেন স্যামি স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলারদের একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে। দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত