সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল

ভারতকে হারিয়ে বাংলাদেশের দারুণ জয়

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১৯:৫৯

সাহস ডেস্ক

বাংলাদেশ-ভারত যুব দলের ম্যাচ হলেও উত্তাপ ছড়িয়েছিল বেশ ভালোই। মনে হচ্ছিল দুই দেশের জাতীয় দল খেলছে মাঠে। কিছু সমর্থকেরা ভারতকে উৎসাহ দিলেও তা কাজে আসেনি। দারুন উপভোগ্য ম্যাচটিতে পিয়াসের জোড়া গোলে ভারতকে হারিয়ে টানা জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। বুধবার (২৭ জুলাই) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-১ গোলে হারিয়েছে পল স্মলির শিষ্যরা। জোড়া গোল করে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন পিয়াস আহমেদ।

গত ম্যাচের জয়ের নায়ক মিরাজুল ইসলামকে ভারতের বিপক্ষে মাঠেই নামাননি বাংলাদেশ কোচ স্মলি। মূলত মিরাজুলকে বদলি নামানোর প্রয়োজনই হয়নি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ভারতকে আটকে রেখে প্রত্যাশিত জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে মিরাজুলের একমাত্র গোলেই হারিয়েছিল সাফ শুরু করেছিল জুনিয়র টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয়, এতে ফাইনালের আশা উজ্জ্বল করেছে বাংলাদেশ যুবারা।

এদিন আক্রমণ-পাল্টা আক্রমণে উপভোগ্য ম্যাচই খেলেছে দুই দল। তবে ভারতকে কখনোই প্রাধান্য বিস্তার করতে দেয়নি বাংলাদেশ। বরং মাঠ বড় করে খেলেছে তারা। আক্রমণ তৈরি করে চাপে ফেলেছে ভারতকে। আক্রমণে শুরুতেই গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলের ‘নাম্বার নাইন’ বসুন্ধরা কিংসের তরুণ প্রতিভা পিয়াস আহমেদ দারুণভাবে বল তুলে দিয়েছিলেন ভারতীয় গোলকিপারের মাথার ওপর দিয়ে। দুর্ভাগ্যক্রমে বল পোস্টে লেগে ফিরে আসে। এর পরপরই মইনুল ইসলামের হেড লাগে ক্রসবারে। এতে চাপে থাকে ভারত। পরে তারাও কিছুটা গুছিয়ে উঠে পাল্টা আক্রমণে চলে আসে। গোলের সুযোগ তৈরি করেছে তারা।

তবে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশই। ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশের সীমানা থেকে লম্বা বল আসে ভারতের বক্সের ওপর। ভারতের রক্ষণ ক্লিয়ার করতে পারেনি বল। ভারতের রক্ষণে বল নিয়ে ঢুকে পড়েন পিয়াস আহমেদ। এক খেলোয়াড়কে কাটিয়ে কোনাকুনি চলে গিয়ে বাঁ পায়ের কোনাকুনি প্লেসিং করেন। ভারতের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল। এতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। এর পরপরই ক্রস থেকে মইনুল ইসলামের হেড অল্পের জন্য চলে যায় বাইরে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ভারত। বাংলাদেশ গোল দেওয়ার ৭ মিনিটের মধ্যেই স্বাগতিকদের সমতায় ফেরান গুরকিরাত সিং। ম্যাচের ৩৫ মিনিটে ফ্রি কিক থেকে বক্সে উড়ে আসে বল। ডিফেন্ডারদের মাঝখানে লুকিয়ে থাকা গুরকিরাত সিং হেড দিয়ে জালে বল জড়ান। গোল খেয়ে বাংলাদেশ খেলায় আরও ধার বাড়ায়। যার কারণে বিরতিতে যাওয়ার ঠিক আগেই পিয়াসের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন বসুন্ধরা কিংসের তারকা। এই ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দুই দলের মধ্যে দুবারই ধাক্কাধাক্কি হয়।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভারত। কিন্তু আর গোল পায়নি তারা। সেই হতাশা থেকেই কি না দুবার ভারতের খেলোয়াড়েরা মেজাজ হারিয়ে বসেছিলেন। তা নিয়ে দুই দল ধাক্কাধাক্কিতে জড়িয়েছে দুবার। আর সেটিই যেন বলে দিচ্ছিল মাঠে লড়ছে ভারত-বাংলাদেশ। সেই লড়াইয়ে বাংলাদেশের জয়ের পর টিভি পর্দায় দেখা গেল গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে ৭-৮ জন সমর্থক আনন্দ করছেন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ৫ দেশের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ৫ দল ৪টি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনালে। বাংলাদেশের পরের ম্যাচ ২৯ জুলাই মালদ্বীপের সঙ্গে। শেষ ম্যাচটি খেলবে নেপালের সঙ্গে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত