পঞ্চগড়ে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫

পঞ্চগড়ে ‘মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস’ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ স্লোগানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পঞ্চগড় জেলা পুলিশ এর সহযোগিতায় দাবা খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় দাবা খেলায় প্রথম হয়েছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে পঞ্চগড় করোতোয়া আদর্শ শিক্ষা নিকেতন ও তৃতীয় হয়েছে পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমূখ।
এর আগে গত বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকালে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা শুরু হয়। এসময় প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার ১১টি স্কুলের ১৮ টিমের ৮৮ জন অংশ নেয়।
সাহস২৪.কম/এএম/এসকে.
মতামত দিন | পুরনো ফলাফল |