নারী সাফ চ্যাম্পিয়নশিপ

অভিজ্ঞতা একটা বড় ব্যাপার: সাবিনা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩২

সাহস ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপ মালদ্বীপের পর পাকিস্তানকেও হারিয়েছে বাংলাদেশ। এই দুই ম্যাচে জয়ের নায়ক সাবিনা খাতুন। মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল আর পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা। তার সেরার দুই ম্যাচে জয়ের পর দারুণ ফর্মে আছে বাংলাদেশ। ষষ্ঠবারের মতো সাফ ফুটবলে অংশ নিয়ে অসাধারণ পারফর্মেন্সের নেপথ্যে নিজের অভিজ্ঞতাকে এগিয়ে রেখেছেন লাল-সবুজ দলের এ স্ট্রাইকার, ‘অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। সেটা আমার জন্য কাজে দিয়েছে। চেষ্টা করেছি মাঠে নিজের সর্বোচ্চটা দেয়ার এবং সফল হয়েছি।’

দারুণ হ্যাটট্রিক করার পর সাবিনার অভিজ্ঞতার প্রশংসা করেছেন পাকিস্তান দলের কোচ আদিল রিজকিও। প্রতিপক্ষ দলের কোচের প্রশংসার কথা শুনে বেজা খুশি সাবিনা, ‘প্রতিপক্ষ কোচ যদি বলে থাকেন যে আমার বিপক্ষে কোনো পরিকল্পনা কাজে আসেনা। তাহলে বলতে হয় সেটা অবশ্যই আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’ তবে নিজের এমন পারফর্মেন্সের পরও পরিপূর্ণ তৃপ্ত নন সাবিনা, ‘একজন নিবেদিত প্রাণ খেলোয়াড় কখনোই শতভাগ সন্তুস্ট থাকতে পারেন না। সব সময় মনে হয় আরও ভালো করা উচিৎ ছিল। আমার ক্ষেত্রেও তাই। চেষ্টা থাকবে আগামীতে আরও ভালো কিছু করার।’

তবে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ম্যাচ জয়ের পর বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন সাবিনা, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাচ জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করা। শেষ পর্যন্ত সেটা নিশ্চিত করেছি। আমরা সব সময় দেখি ভারত ও নেপাল কঠিন দল। কিন্তু আমাদেরও একটা লক্ষ্য আছে। আশা করি টুর্নামেন্টে ভালো খেলার সঙ্গে সঙ্গে এবার দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দিতে পারব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত