এক সপ্তাহ বিশ্রামের পর বাড়ি যাচ্ছেন সাবিনার দল

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:২৪

সাহস ডেস্ক

‘হিমালয়’খ্যাত নেপালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা ২০ দিনের সফর শেষে শিরোপা নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে গোলাম রব্বানী ছোটনের দল। তবে এখই বাড়ি যেতে পারছেন না ফুটবলাররা। এক সপ্তাহের বিশ্রাম শেষে বাড়ি ফিরবেন সাবিনা খাতুন-সানজিদারা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাফুফে ভবনে খেলোয়াড় ও প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে আলোচনায় বসেন সভাপতি কাজী সালাউদ্দিন। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হয় তারা আপাতত বাফুফের ডর্মেটরিতেই বিশ্রাম ও রিকভারি করবেন। সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানান গোলাম রব্বানী, ‘যেহেতু ওরা টুর্নামেন্টে ব্যস্ত ছিল। তার আগে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে। সেজন্য তারা নিয়মিত অনুশীলনে ব্যস্ত ছিল। এমনকি সাফের আগেও তারা অনুশীলনের মধ্যে ছিল। তাই ৭ দিন তাদের এখানে রিকভারির জন্য রাখা হয়েছে।’

খেলোয়াড়দের বিশ্রাম ও রিকভারি শেষ হচ্ছে ২৮ সেপ্টেম্বর। এরপর ১০ দিনের ছুটি পাচ্ছেন সবাই। ছুটির তারিখ ও সময় খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে বলে জানান হেড কোচ, ‘ওদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে ওরা কত দিনের ছুটি চায়। তারা বলেছে ২৮ থেকে ১৮ তারিখ পর্যন্ত। সে অনুযায়ী আমরা খেলোয়াড়দের ইচ্ছাতেই এ ছুটির ব্যবস্থা করেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত