ইউরোপের মাটিতে প্রথম দিনে জারার দুই বিজয়

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে ইউরোপের মাটিতে একই দিনে দুটি জয় দিয়ে বাংলাদেশের বিজয়ের ধারাবাহিকতাকে আরো এগিয়ে দিলেন টেনিস তারকা হুমায়রা হায়দার জারা।

বুলগেরিয়ার আলবেনাতে অনুষ্ঠিত ইউরোপিয়ান জুনিয়র ওপেন ২০২২ প্রতিযোগিতায় রবিবার (২৫ সেপ্টেম্বর) অনূর্ধ্ব ১২ এর প্রথম খেলায় অস্ট্রিয়ার প্লেয়ার অ্যাইলিন জিয়েন্সনিক-কে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে জয় লাভ করেন হুমায়রা হায়দার জারা। এছাড়া স্লোভেনিয়ার একজন প্লেয়ারের সাথে জুটি বেঁধে দ্বৈতের খেলায় বুলগেরিয়ার টিমের সাথে ৬-৪, ৬-৩ গেমে বিজয়ী হন।

প্রতিযোগিতাটির ম্যাচগুলো ক্লে কোর্টে অনুষ্ঠিত হলেও বাংলাদেশে কোনো ক্লে কোর্ট নেই। ফলে বাংলাদেশে থেকে অংশগ্রহণ করে ক্লে কোর্টে ভালো খেলা উপহার দেয়া নিয়ে অনেকের মাঝেই শঙ্কা তৈরি হয়েছিল। সব শঙ্কাকে ধুলায় মিশিয়ে প্রথমদিনে দুই ক্যাটাগরিতেই চকম দেখান বাংলাদেশ তারকা। টুর্নামেন্টের অনূর্ধ্ব ১২ ক্যাটাগরিতে ৬টি দেশের প্লেয়ার অংশগ্রহণ করেছে। আসন্ন ম্যাচগুলোতে জারা বিজয়ের ধারা অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ।

হুমায়রা হায়দার জারার পিতা প্রকৌশলী এএসএম হায়দার বলেন- এই বিজয় বার্তাটি অভিভাবকদের অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে বাংলাদেশের খেলোয়াড়েরা আন্তর্জাতিক টেনিসে অঙ্গনে ক্যারিয়ার গড়বে এটাই প্রত্যাশা। প্রতিযোগিতায় হুমায়রা হায়দার জারাকে পৃষ্ঠপোষকতা করেছে পাকিজা এবং সালমা গ্রুপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত