কাতার বিশ্বকাপে কোস্টারিকার দল ঘোষণা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১৯:২৪

সাহস ডেস্ক

আগামী ২০ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠেয় এ বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই দল গোষণা করেছে কোস্টারিকা। ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে বেশিরভাগ অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দলটি। এরমধ্যে ১১ জন এর আগে ১০টিরও কম ম্যাচ খেলেছেন। এবারের বিশ্বকাপে ৩২তম দল হিসেবে সবার শেষে কোয়ালিফাই করেছিল কোস্টারিকা। তাদের আগে কেবল মাত্র একটি দেশই ঘোষণা করেছে বিশ্বকাপের দল। সেটাও তাদের গ্রুপের দল জাপান।

শুক্রবার (৪ নবেম্বর) সংবাদ সম্মেলন করে কোস্টারিকার দল ঘোষণা করেন ম্যানেজার লুইস ফার্নান্দো সুয়ারেজ। তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র সদস্য মিডফিল্ডার সেলসো বোর্হেস। আগামী ১৮ নভেম্বর বিশ্বকাপের উদ্দেশ্যে কাতারে পা রাখবে কোস্টারিকা। ২৩ নভেম্বর তাদের প্রথম প্রতিপক্ষ স্পেন। এরপর ২৭ নভেম্বর জাপান ও ১ ডিসেম্বর জার্মানির বিপক্ষে খেলবে দলটি।

কোস্টারিকার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক: কেইলর নাভাস (পিএসজি), এস্তেবান আলভারাডো (হেরেডিয়ানো), প্যাট্রিক সিকুইরা (ক্লাব দেপোর্তিভো লুগো)

ডিফেন্ডার: ফ্রান্সিসকো ক্যালভো (কনিয়াস্পোর), জুয়ান পাবলো ভার্গাস (মিলোনারিওস), কেন্ডাল ওয়াস্টন (সাপ্রিসা), অস্কার ডুয়ার্টে (আল-ওয়েহদা), ড্যানিয়েল চ্যাকন (কলোরাডো র‌্যাপিডস), কিশার ফুলার (হেরেডিয়ানো), কার্লোস মার্টিনেজ (সান কার্লোস), ব্রায়ান ওভিয়েডো (রিয়েল সল্ট লেক), রোনাল্ড মাটাররিটা (সিনসিনাটি)

মিডফিল্ডার: ইয়েলটসিন টেজেডা (হেরেডিয়ানো), সেলসো বোর্হেস (আলাজুয়েলেন্স), ইউস্টিন সালাস (সাপ্রিসা), রোয়ান উইলসন (গ্রেসিয়া), গেরসন টরেস (হেরেডিয়ানো), ডগলাস লোপেজ (হেরেডিয়ানো), জুইসন বেনেট (সান্ডারল্যান্ড), আলভারো জামোরা (সাপ্রিসা), অ্যান্টনি হার্নান্দেজ (পুন্টারেনাস), ব্র্যান্ডন আগুইলেরা (নটিংহাম ফরেস্ট), ব্রায়ান রুইজ (আলাজুয়েলেন্স)

ফরোয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল (লিঁও), অ্যান্টনি কন্টেরাস (হেরেডিয়ানো), জোহান ভেনেগাস (আলাজুয়েলেন্স)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত