এবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

অনলাইন ডেস্ক

চোখধাঁধানো সব শট খেলে ম্যাচ জেতানো ইনিংস, ব্যক্তিগত আর দলীয় অর্জন-সব মিলিয়ে ২০২২ সালটা বাবর আজমের জন্য ছিল অসাধারণ। এর পুরস্কারও পেয়েছেন তিনি, আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাকিস্তানের এই অধিনায়ক।

২০২২ সালের ওয়ানডেতে ৩টি সেঞ্চুরিসহ ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন বাবর আজম। দুর্দান্ত এই ব্যাটিংই বাবরকে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে।

২০২১ সালেও দারুণ ছন্দে ছিলেন বাবর। সে বছর তিনি ৬টি ওয়ানডে খেলে ৬৭.৫০ গড়ে ২টি সেঞ্চুরি ও একটি ফিফটিতে করেছিলেন ৪০৫ রান। ২০২২ সাল যে এর চেয়েও ভালো কেটেছে বাবরের, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

বাবর ২০২২ সালে ওয়ানডেতে ৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ৫টি। একটি ম্যাচেই শুধু রান করতে পারেননি। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে আউট হয়েছিলেন মাত্র ১ রান করে।

২০২২ সালে ওয়ানডেতে পাকিস্তানও দারুণ ছন্দে ছিল। একটি মাত্র ম্যাচ হেরেছে তারা। লাহোরে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হেরে যাওয়া সেই ম্যাচে বাবর আজম করেছিলেন ৫৭ রান।

সাহস২৪.কম/এমআই/এএম.