স্বদেশী ক্রিকেটারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৮

সাহস ডেস্ক

স্বদেশী ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাদের পারফরম্যান্সে চরম হতাশ তিনি। এসময় ক্রিকেটারদের সামর্থ্য এবং মাঠে তাদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন।

এবার বিপিএল আসরের শুরুটা ভালো হয়নি কুমিল্লার। প্রথম তিন ম্যাচে হেরে যায় তারা, কিন্তু এরপর জিতেছে টানা সাত ম্যাচ। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় কুমিল্লা। চট্টগ্রামের ১৫৬ রান টপকাতে গিয়ে কুমিল্লা সওয়ার হয় মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। ৪৭ বলে ৬১ রান করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়, দেশের ক্রিকেটারদের কাছে কী প্রত্যাশা থাকে? জবাবে তিনি বলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমন সেন্স (সাধারণ জ্ঞান) চাই, যে একটা কমন সেন্স থাকে। তাদের আসলে কমন সেন্স আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমন সেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ। বিশেষ করে আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না সেটা নিয়ে আমার সন্দেহ।’

কুমিল্লার কোচ বলেন, ‘রিজওয়ানের সঙ্গে আমাদের দেশের অনেক ওপেনার ধরেন বা অলরাউন্ডার ধরেন, তাদের শটসের সীমাবদ্ধতা অনেক বেশি বা তারা হয়তো আরো জোরেও মারতে পারে। সব দিকে মারতে পারে। কিন্তু খেলতে গেলে দেখা যায় যে মনে হয় যে উল্টো হচ্ছে। আমি আরেকটা সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া খেলে। যেদিন প্রশ্ন কমন পড়ে যায়, সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না। খুবই হতাশাজনক। আপনি যখন ১০/১২ বছর ক্রিকেট খেলছেন, তখন সামান্য কমন সেন্স থাকা উচিত কখন কি করতে হবে।’

বাংলাদেশের ক্রিকেটারদের শেখার ব্যাপার নিয়েও প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন। বলেছেন, ‘আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞান অনেক কম। সামান্য জিনিস এই উইকেটে আমার কী করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব। যখন সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে তখন নিয়ন্ত্রণ ছাড়া কেন! তো এ বুদ্ধি যদি কারো না হয় তাহলে তারা ক্রিকেট কবে শিখবে উপরওয়ালা জানে।’

সাহস২৪.কম/এমআই/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত