ক্লাব বিশ্বকাপ

ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে সৌদি ক্লাব আল হিলালের ইতিহাস

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৪

সাহস ডেস্ক

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইতিহাস গড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। সৌদি প্রো লিগ এবং এশিয়ান ক্লাবগুলোর মধ্যে চ্যাম্পিয়ন আল হিলাল। মরক্কোর পশ্চিমাঞ্চলীয় শহর তানজিয়েরে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তারা।

লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন্স লিগখ্যাত কোপা লিবার্তোদেরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো। বলা হয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর সেরা ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তোদেরেস। ফলত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইউরোপ এবং লাতিন আমেরিকান ক্লাবের মধ্যেই প্রতিদ্বন্দ্বীতা হয়ে থাকে সবচেয়ে বেশি।

কিন্তু এবার লাতিনের শক্তিশালী ক্লাবটিই ধরাশায়ী হলো এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলালের কাছে। এর আগে সৌদি আরবের আর কোনো ক্লাব এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি। এবারই প্রথম বারের মতো খেলবে আল হিলাল। অথচ, ক্লাব বিশ্বকাপে এ নিয়ে চতুর্থবার অংশ নিচ্ছে আল হিলাল।

আল হিলালের এই জয়টিকে অনেকেই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের সঙ্গেই তুলনা করতে শুরু করে দিয়েছে। বিশ্বকাপেও প্রথম ম্যাচে লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিলো সৌদি আরব। এবারও সৌদি ক্লাব হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকান ক্লাবকে।

আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করেছিলেন সালেম আল দাওসারি। এবার ক্লাব বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষেও তিনিই করলেন জোড়া গোল। যদিও দুটি গোলই করেছেন তিনি পেনাল্টি থেকে। অন্য গোলটি করেছেন লুসিয়ানো ভিয়েত্তো। ফ্ল্যামেঙ্গোর হয়ে জোড়া গোল করেছেন, ব্রাজিলিয়ান তারকা পেদ্রো।

তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। ৪৫+৮ মিনিটে লাল কার্ড দেখেন গারসন। দ্বিতীয়ার্ধ পুরোটাই ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন আল দাওসারি। কিন্তু ২০ মিনিটেই দলকে সমতায় ফেরান পেদ্রো। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে, ইনজুরি সময়ে (৪৫+৯) আবারও পেনাল্টি থেকে গোল করেন দাওসারি।

দ্বিতীয়ার্ধে গিয়ে ১০ জনের দল ফ্ল্যামেঙ্গোকে ভালোভাবেই চেপে ধরে সৌদি ক্লাবটি। যার ফলে ৭০তম মিনিটের মাথায় আবারও গোল। এবার গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৯০+১ মিনিটে গোল করে আবারও ব্যবধান কমান পেদ্রো।

ম্যাচ শেষে আল হিলাল কোচ রোমান দিয়াজ বলেন, ‘আমাদের খেলা দেখে তো পুরোপুরি অবাক হয়ে গেছে ফ্ল্যামেঙ্গো। বিশেষ করে তারা বিস্মিত হয়েছে আমাদের মানসিক এবং কৌশলগত প্রস্তুতি দেখে।’

ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে পারে আল হিলাল। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মুখোমুখি হবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের ক্লাব আল আহলির। ১১ ফেব্রুয়ারি এই ম্যাচের বিজয়ী দলই আল হিলালের মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে।

সাহস২৪.কম/এমআই/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত