টানা তৃতীয়বারের মতো ফিফার সভাপতি ইনফান্তিনো

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৮:৪৯

স্পোর্টস ডেস্ক

টানা তৃতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তিনি ২০২৭ সাল পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ দায়িত্বে থাকছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রুয়ান্ডার রাজধানী কিকংগালিতে ফিফার ৭৩তম গ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতির দায়িত্ব পেয়েছেন ৫২ বছর বয়সী এই সুইস আইনজীবী। আগামী চার বছরের চক্রে ১১ বিলিয়ন রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নবনির্বাচিত ইনফান্তিনো বলেন, ‘খুবই মহান এক দায়িত্ব। এবং এটি পাওয়া বেশ সম্মানের। বিশ্বজুড়ে ফিফা ও ফুটবলের সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমি। যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে ঘৃণা করে, তাদের সবাইকে ভালোবাসি আমি।’

তিনি আরও বলেন, ‘যখন আমি প্রেসিডেন্ট হই, তখন ফিফার রিজার্ভ ছিল প্রায় ১ বিলিয়ন ডলার। আজ সেটি প্রায় ৪ বিলিয়ন ডলার হয়ে দাঁড়িয়েছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, পরের চক্রে ১১ বিলিয়ন ডলার রাজস্ব আদায় করে নতুন রেকর্ড গড়ব। এবং নতুন ক্লাব ওয়ার্ল্ড কাপ সেখানে অন্তর্ভুক্ত নয়। তা যুক্ত হলে আয়ের সংখ্যাটা আরও দুই মিলিয়ন ডলার বাড়বে।’

এর আগে ২০১৬ সালে সেপ ব্লাটারকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া হলে তার স্থলাভিষিক্ত হয়ে ইনফান্তিনো প্রথমবার তিন বছরের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে পুনরায় সেই পদে নির্বাচিত হন তিনি। সেবারও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এই ইতালি ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিকত্বধারী ইনফান্তিনোর।

সাহস২৪.কম/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত