এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি

প্রকাশ : ২২ মে ২০২৩, ২১:০৪

স্পোর্টস ডেস্ক
ফাইল ফটো

হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনে দু’টি ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের চারটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং আসরের বাকি ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের জিও নিউজে প্রকাশিক এক খবরে এ কথা বলা হয়েছে।

এ বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না বলে পরিস্কার করেছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে খেলার ইচ্ছা জানিয়েছে ভারত। তারপরও নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর থাকায় ইতোমধ্যে দু’টি হাইব্রিড মডেলের ছকও দিয়েছে পিসিবি। তাতেও এখন পর্যন্ত এশিয়া কাপ আয়োজন নিয়ে কোন সুরাহা হয়নি।

তবে এশিয়া কাপ নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই দু’টি ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি। এমনই প্রতিবেদন করেছে জিও নিউজ।

তারা জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যচগুলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শারজাহ এবং আবুধাবির চেয়ে দুবাইতে টিকিট বেশি বিক্রির সম্ভাবনা রয়েছে।

তবে এ বিষয়ে  পিসিবি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে এখনো  কিছু বলেনি।

পিসিবির দেয়া দু’টি হাইব্রিড মডেলের মধ্যে একটি ছিলো, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অন্যসব ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে হবে।

অন্য বিকল্প ছিলো, গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে।

এর আগে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ‘এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তান না এলে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জাতীয় দলকে অনুমতি দিবে না পাক সরকার। এক্ষেত্রে বড় ক্ষতি হবে ক্রিকেটের’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত