দেশে ফিরেছে জুনিয়র টিটি দল

প্রকাশ : ২২ মে ২০২৩, ২১:১৭

ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র টিটি দল

ভারতের অরুণাচলের ইটানগরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্টে ৯ পদক জেতা বাংলাদেশ দল সকালে দেশে ফিরেছে।

সোমবার বিকেলে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ও মিষ্টিমুখ করান ।

সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্টে অতীতের যে কোনো আসরের চেয়ে এবার ভালো ফলাফল করেছে বাংলাদেশের ছেলে-মেয়েরা। যদিও তিন দলের টাই হওয়ায় অনূর্ধ্ব-১৯ দলগত বিভাগের স্বর্ণ হাতছাড়া হয়ে যায় ।

এবারের সেরা প্রাপ্তি হচ্ছে-বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এককে বাংলাদেশ দলের রামহিম লিওন বম ও মুহতাসীন আহমেদ হৃদয়, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকার খেলোয়াড়দেরকে হারিয়ে সেমিফাইনালে ওঠা। এরপর শক্তিশালী ভারতীয় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে ভালো খেলে হেরে যায়।

বালিকা বিভাগে শ্রীলংকার খেলোয়াড়কে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন খৈ খৈ সাই মারমা । অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে চমক দেখায় বাংলাদেশ । দলগত বিভাগে ব্রঞ্চ জয় করে এবং একটি মিক্স ডবল পদক পায়। বাংলাদেশ দুটি রৌপ্য ও ৭ টি ব্রোঞ্জ পেয়েছে এই টুর্নামেন্টে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত