বাংলাদেশ সফরে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১

সাহস ডেস্ক
ফাইল ছবি

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। এ সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের  দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসিদল)। দলের  নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হলেন এই পেসার। 

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।

এ সিরিজে দ্বিতীয় সারির এক দল নিয়ে ঢাকায় আসছে ব্ল্যাকক্যাপসরা। এর আগে নিশ্চিত হয়েছিল, মূল কোচিং প্যানেল পাঠাবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার দল গঠনেও কিছুটা যেন ছাড়ই দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।  

কিউই বোর্ডের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (এনজেডসিপিএ) সাবেক চেয়ারম্যান স্কট উইনিঙ্ক। বাংলাদেশ সফরে এমন তারুণ্যনির্ভর দল গঠনের পেছনে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের স্কট উইনিঙ্ক জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। এর আগে ওয়ার্কলোডে ভারসাম্য আনার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলোয়াড়েরা বাংলাদেশের মতো পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে পারা পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত