নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা এড়াল শ্রীলঙ্কা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে বড় প্রত্যাশা নিয়ে শুরুতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ব্যাট করতে নামতেই তাদের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। এক ওভারের গতি ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং। এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমে একেবারেই উড়ে গিয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এমন এক দিনে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডটাই হয়ত ভেঙে ফেলত লঙ্কানরা।

তবে লঙ্কান ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির বিষয়, নিজেদের সর্বনিম্ন রানের সেই লজ্জা অন্তত এড়াতে পেরেছে তারা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা। এশিয়া কাপের ফাইনালে সেই স্কোর অন্তত টপকে গিয়েছে দেশটি। 

ইনিংসের ১৪তম ওভারে সিরাজের বলেই অতিরিক্ত চার রান নিয়ে লজ্জা এড়ায় লঙ্কানরা। তবে ৫০ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। 

সবমিলিয়ে লঙ্কানদের দ্বিতীয় সর্বনিম্ন ওয়ানডে স্কোর ৫৫। ১৯৮৬ সালে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজায় এমন লজ্জার কীর্তি গড়ে অলআউট হয় অরবিন্দ ডি সিলভারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
আপনি কী মনে করেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক?