‘গণমাধ্যমেও নারীরা বৈষম্য-নির্যাতনের শিকার হচ্ছেন’

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৭:০৩

অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমগুলোতেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি বলেন, গণমাধ্যমে নারীরা কাজ শুরু করেছেন। কিন্তু সেখানেও তারা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন।

২০ নভেম্বর (সোমবার) দুপুরে ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনএইচডিপি) আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, প্রতিটি মিডিয়া হাউজে অভিযোগ বক্স স্থাপনের কথা বলেছি। সেখানে কর্মরত নারীরা অভিযোগ করবেন। আর সেই অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ব্যবস্থা নেবেন। কিন্তু আজ পযর্ন্ত কোনও অফিসে তা স্থাপন করা হয়নি।

তিনি আরও বলেন, মূলত কর্মক্ষেত্র, গৃহ ও চলার পথে নারীরা নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হলেও অনেকে লিখিত অভিযোগ করেন না।

সংলাপে মন্ত্রীর সঙ্গে সাংবাদিক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার চিত্র তুলে ধরেন। এক্ষেত্রে নারীরা কিভাবে সহযোগিতা পেতে পারেন সে বিষয়েও আলোচনা করা হয়।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর