আফগানিস্তানে যেতে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট লাগবে পাকিস্তানিদের

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০১৭, ১৬:৫৩

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে যেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট লাগবে পাকিস্তানের নাগরিকদের। 

জঙ্গি তৎপরতা প্রতিরোধের এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এর সাত মাস আগে জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সীমান্তে কড়াকড়ি আরোপ করে পাকিস্তান। 

দুই দেশের সীমান্ত পারাপারের নীতির শিকার হতে পারেন অনেকে- বিশেষ করে উভয় দেশে যাদের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে জঙ্গি তৎপরতা মোকাবিলায় এটি ভূমিকা রাখবে। 

আফগানিস্তানের এ নতুন আইন সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যানারে দেখানো হচ্ছে। ব্যানারে লেখা হয়েছে, বিনা পাসপোর্টে পাকিস্তানিরা আফগানিস্তানে ঢুকতে পারবেন না। ১ জানুয়ারি থেকে এ আইন কার্যকর হয়েছে। 

এদিকে, আফগান সরকার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করায় বিপাকে পড়েছে দুই দেশের সাধারণ নাগরিকরা। 

পাকিস্তান ও আফগানিস্তানকে বিভক্তকারী সীমান্তরেখার নাম ডুরান্ড লাইন। এই লাইনের উভয় পাশে বসবাস করে সিনওয়ারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা। সীমান্ত পারাপারে তাদের জন্য পাকিস্তানের খাইবার এজেন্সি তৈরি করেছে বিশেষ ধরনের কার্ড। 

আফগানরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানে সহিংসতা সৃষ্টি করছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে। তবে উভয় দেশেই জঙ্গিরা ‘নির্ভয় ঘাঁটি’ গেড়ে বসেছে, এতে কোনো সন্দেহে নেই।