হংকংয়ের সাবেক নেতা স্যাংয়ের কারাদণ্ড

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩০

অনলাইন ডেস্ক

অসদাচরণের দায়ে চীনের হংকংয়ের সাবেক নেতা ও প্রশাসনিক নির্বাহী প্রধান ডোনাল্ড স্যাংয়ের ২০ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে বড় ধরণের দুর্নীতির দায়ে মামলা করা হয়। 

২২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে আদালতে হাজিরা দিলে ৭২ বছর বয়সী স্যাংকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। গত সপ্তাহে চীনের একটি পাবলিক অফিসের অসদাচরণের ঘটনা ঘটান তিনি।

ডোনাল্ড স্যাং ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছর দেশটির প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করেন।

আদালতের জজ অ্যান্ডু চান বলেন, আমার বিচারিক জীবনে আমি কখনও এতো উচ্চ পর্যায়ের মানুষের এমন পতন দেখিনি।