মেয়েটিকে কামড়ে পানিতে টেনে নিল সিল মাছ

প্রকাশ | ২২ মে ২০১৭, ১৮:৪৫

অনলাইন ডেস্ক

কেউ একজনের ছুঁড়ে মারা খাবারের টুকরো নিতে ডকের কাছাকাছি ছিল একটি সিল মাছ (সি লায়ন)। মাছটি ডকের রেলিংয়ে বসে থাকা ছোট একটি মেয়ের কাছাকাছি ভেসে উঠেছিল খাবার নিতে। তা দেখে মেয়েটিসহ আশেপাশের লোকজন হাসছিলেন। কিন্তু  মুহূর্তের মধ্যে সিলটি ফিরে এসে মেয়েটির জামা কামড়ে ধরে এক ঝটকায় তাকে পানিতে টেনে নিয়ে যায়।

তবে প্রাণে বেঁচে গেছে মেয়েটি। এক ব্যক্তি দ্রুত পানিতে লাফিয়ে পড়ে মেয়েটিকে রক্ষা করেন। সৌভাগ্যক্রমে মেয়েটি বা উদ্ধারকর্তা কারও কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনা ঘটেছে কানাডার বন্দরনগরী ভ্যানকুবারের স্টিভেস্টন ফিশারম্যান জেটিতে। পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন মাইকেল ফুজিয়ারা নামের এক ব্যক্তি। গত শনিবার ভিডিওটি তিনি ইউটিউবে পোস্ট করেন। ২১ মে (রবিবার)  বিকেলের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ১৫ লাখ বার।

কানাডার সিবিসি নিউজকে মাইকেল বলেন, তিনি ওই ডকে নিয়মিত যান। তবে এ রকম তিনি কখনোই দেখেননি।