ম্যানচেস্টারে হামলাকারী লিবিয়ার সালমান!

প্রকাশ | ২৪ মে ২০১৭, ১০:১১

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার শহরের অ্যারেনায় পপ কনসার্টের পর আত্মঘাতী বোমাহামলাকারী নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ।

পুলিশ জানিয়েছে, তাদের ধারণা এই হামলা চালিয়েছে সালমান আবেদি নামের এক ব্যক্তি। ২২ বছরের এই হামলাকারীর জন্ম ম্যানচেস্টারে এবং তার পরিবার লিবিয়া থেকে ব্রিটেনে এসেছে।

সোমবার রাতের এই হামলায় ২২ জন প্রাণ হারিয়েছে এবং ৫৯ জন আহত হয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ।

ম্যানচেস্টারের পুলিশ বলছে, সালমান আবেদি এই হামলা একা চালিয়েছে নাকি তার সঙ্গে আরো কোনো সহযোগী ছিল সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

এ দিকে ম্যানচেস্টারের অ্যালবার্ট স্কোয়ারে পৌরভবনের বাইরে মানুষজন নিহতদের স্মরণ করছে।

আমেরিকান সঙ্গীতশিল্পী অ্যারিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে ভক্তরা যখন হল ছেড়ে বাইরে বের হচ্ছিল তখনই এই হামলার ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী থেরেসা মে তার বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বলেছেন, এই বোমা হামলা একটা নির্মম সন্ত্রাসী হামলা, যার লক্ষ্য ছিল ‘অসহায় শিশু-কিশোর’।

যুক্তরাজ্যে ২০০৫ সালে ৭ জুলাই চালানো সন্ত্রাসী হামলার পর এটাই সবচেয়ে বড় ধরনের আত্মঘাতী হামলা। ২০০৫ সালের হামলায় মারা গিয়েছিল ৫২ জন।
সূত্র: বিবিসি বাংলা