কিমকে ‘পরমাণু বোমাধারী পাগল’ বললেন ট্রাম্প

প্রকাশ | ২৪ মে ২০১৭, ১৩:০৮

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘madman with nuclear weapons’ বাংলায় এর অর্থ দাঁড়ায় ‘পরমাণু বোমাধারী পাগল’। 

ফিলিপাইনের প্রেসিডন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে ফোনালাপকালে কিম সম্পর্কে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

২ মে তৈরি ফিলিপিনো সরকারের ‘ট্রাম্প-দুতার্তে ফোনালাপ’র নথি তুলে ধরে ২৪ মে (মঙ্গলবার) মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গত ২৯ এপ্রিল ফিলিপাইনের প্রেসিডেন্টকে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট ব্যর্থ হওয়ায় তিনি খুশি। বলেছিলেন, ওদের সব রকেট ভেঙে পড়ছে। এটা ভালো খবর। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, খেলনার মত বোমা নিয়ে খেলা করছে কিম। ওনার মাথার কোনও ঠিক নেই। যে কোনও মুহূর্তে পাগল হয়ে উঠতে পারেন উনি।